
জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে পালিত হলো। উৎসবের মূল আকর্ষণ ছিলো ৩দিনব্যাপী জয়নুল মেলা, জয়নুল সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং দিনব্যাপী শিল্পীদের পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়নুল স্মারক বক্তৃতা ও বিশেষ সেমিনার।
২৯ ডিসেম্বর সকাল ৯.৩০টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জয়নুল অনুরাগীগণ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার মধ্যে দিয়ে এই উৎসবের শুরু হয়। সকাল ১০টায় বকুল তলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে দুজন বরেণ্য শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয় এবং চারুকলার বার্ষিক প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য একজন ছাত্রকে জয়নুল পদক দেওয়া হয়। সকাল ১১টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় জয়নুল মেলা ও লোকশিল্প মেলা। এছাড়া ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয় জয়নুল স্মারক বক্তৃতা। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কলাতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর এবং অপরাহ্ন ২.৩০ এ শুরু হয় চারুকলা ৭৫ বছর পূর্তির বিশেষ সেমিনার। দূর্জয় ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সেমিনাররে মূল প্রবন্ধ পড়েন শিল্প গবেষক সম্পূর্ণা চক্রবর্তী। আলোচনা করেন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
।

ভিডিও দেখতে: https://youtu.be/pfrSGaBA8w8
চারুকলার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
:চারুকলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক আবুল বারক আলভী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন চারুকলার সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
অনুষদের জয়নুল গ্যালারিতে শিক্ষকবৃন্দের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীসহ বিভাগের ভবনসমূহে আটটি বিভাগের প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
ভিডিও: https://www.youtube.com/watch?v=b6WBloLhZII


শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর ৮০তম জন্মবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত

: চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দেশবরেণ্য শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর ৮০তম জন্মবর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নানা আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশে শিল্পীর জন্মদিন উদযাপিত হয়। আয়োজনের মধ্যে ছিলো: শিল্পীর আঁকা কার্টুন, প্রচ্ছদ ও পোস্টার প্রদর্শনী, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সূচিত হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। চারুকলা অনুষদের বকুলতলায় শিল্পীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপনশেষে আলোচনা পর্বে বক্তব্য রাখেন শিল্পী মুস্তাফা মনোয়ার, ইমেরিটাস অধ্যাপক শিল্প-সমালোচক নজরুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর, এম.পি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশন। এছাড়াও ছায়ানট, উদীচী, আরণ্যক, কারক, পঞ্চভাস্কর, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও জলের গানের পরিবেশনা।
ভিডিও দেখতে:
চারুকলা অনুষদের গবেষণা-প্রকাশনা মেলা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে।
: চারুকলা অনুষদের গবেষণা-প্রকাশনা মেলা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় বিভাগসমূহের গবেষণা ও প্রকাশনাসমূহ উপস্থাপিত হবে।
27th September 2023 held Memorandum of Understanding between Design School, Yunnan Arts University, The People’s Republic of China and Faculty of Fine Art, University of Dhaka, The People’s Republic of Bangladesh.


27th September 2023 held Memorandum of Understanding between Design School, Yunnan Arts University, The People’s Republic of China and Faculty of Fine Art, University of Dhaka, The People’s Republic of Bangladesh.



