চারুকলা অনুষদে ২ দিন ব্যাপী “আর্ট ফর ইক্যুয়ালিটি” শীর্ষক শিল্প কর্মশালা অনুষ্ঠিত

: ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে ৯টি পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী “আর্ট ফর ইক্যুয়ালিটি” শিরোনামে শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয় শিল্পকলার ইতিহাস বিভাগের সম্মুখ প্রাঙ্গণে। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে ৪ বছর মেয়াদী সমতার তারুণ্য ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে চারুকলা প্রাঙ্গণে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্যকলা বিভাগের অনারারী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সিরামিক বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুন্সিং ক্যাম্পেইন ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও কর্মশালার কিউরেটর ড. শেখ মনির উদ্দিন (১৪ ও ১৫ নভেম্বর ২০২৫)।