চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে “Rise of A Nation” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে “Rise of A Nation” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে “Rise of A Nation” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের (ডিবিএফ) যৌথ ব্যবস্থাপনায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে  ““Rise of A Nation””  শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।  শিল্পী জিহান করিম-এর কিউরেট করা এই প্রদর্শনীতে বিশ্ববিখ্যাত ভারতীয় ফটোগ্রাফার রঘু রায়-এর তোলা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ছবি তুলে ধরা হয়েছে। রঘু রায় সম্মানিত ম্যাগনাম ফটোস-এর সদস্য। তিনি ১৯৭১ সালে মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর সাথে অক্লান্তভাবে হেঁটে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং অসংখ্য চিত্রধারণ করেন। এখানে প্রদর্শিত বেশিরভাগ ছবি তাঁর অপ্রকাশিত। ছবিগুলো সেই ঐতিহাসিক সময়ের একটি মর্মস্পর্শী বর্ণনা প্রদান করে। রায়-এর তোলা অসাধারণ ছবিগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মূল্যবান ফটোগ্রাফিক রেকর্ড, আর এর জন্যই তিনি ১৯৭১ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরষ্কার পান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, রবিবার, ৫ই মে, ২০২৪, সকাল ১১টায় প্রদর্শনীটির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. সারওয়ার আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মাননীয় উপাচার্য ড. রুবানা হক, স্কয়ার  গ্রুপের পরিচালক জনাব অঞ্জন চৌধুরী এবং দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন (ডিবিএফ)এর প্রতিষ্ঠাতা জনাব দুর্জয় রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু। স্বাগত বক্তব্য প্রদান করেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

প্রদর্শনীটি চলবে আগামী ১৯ মে ২০২৪, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত।