Month: September 2022

জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

  • Uncategorized
  • Comments Off on জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে।

জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব বাবুল মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ উল্লাহ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও প্রকৌশলী ময়নুল আবেদিন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০২১ সালের ডিসেম্বর মাসে আয়োজিত রিকশা পেইন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রখ্যাত রিকশা চিত্রকর এবং ছাত্রছাত্রীদের কাজের পাশাপাশি গত শতকের ৭০ দশক থেকে এ পর্যন্ত যেসব চারুশিল্পীরা রিকশাচিত্রের উপাদান নিয়ে নিজ নিজ সৃজনশীল কাজকে সমৃদ্ধ করেছেন তাঁদের কাজসহ মোট ৬৫টি শিল্পকর্ম এ প্রদর্শণীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে  আগামী ০৩ অক্টোবর ২০২২, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

: ১লা সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ২০২১-২০২২ প্রথম বর্ষ বিএফএ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীসহ অনুষদের ০৮টি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন,  স্বনামধন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী উপস্থিত ছিলেন। অনুষদের ০৮টি বিভাগের নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের চেয়ারম্যান মহোদয়গণ।