Month: March 2022

চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ এর প্রস্তুতি শুরু।

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ এর প্রস্তুতি শুরু।

মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ এর প্রস্তুতি কাজের  উদ্বোধন ঘোষণা করেন বরেণ্য শিল্পী

স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট উপাধি খ্যাত, বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

৩১ মার্চ বৃহস্পতিবার ঢাকঢোলের বাদ্যর মধ্যে দিয়ে এ বছরের আয়োজন শুরু হয়। এ বছর মঙ্গল শোভাযাত্রা  আয়োজনে রয়েছে চারুকলার-২২ ও ২৩ ব্যাচের ছাত্রছাত্রীরা।

চারুকলা অনুষদে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক বিশেষ ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক বিশেষ ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত

চারুকলা অনুষদে প্রখ্যাত সুরকার ও যন্ত্রী ম্যাক্স ভেন্ডারভস্ট কর্তৃক পরিচালিত দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদে প্রখ্যাত সুরকার ও যন্ত্রী ম্যাক্স ভেন্ডারভস্ট কর্তৃক পরিচালিত দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চারুকলা অনুষদে প্রখ্যাত সুরকার ও যন্ত্রী ম্যাক্স ভেন্ডারভস্ট কর্তৃক পরিচালিত

দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 

১৪ ও ১৫ মার্চ ২০২২ চারুকলা অনুষদের ০৮টি বিভাগের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শিখতে আগ্রহী শিক্ষার্থীদের অংগ্রহণে এবং প্রখ্যাত সুরকার ও যন্ত্রী ম্যাক্স ভেন্ডারভস্ট কর্তৃক পরিচালিত দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ০৮টি বিভাগের ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র বাজানোর ওপর প্রশিক্ষন গ্রহণ করে। কর্মশালাটি আলিয়ান্স ফ্রান্সেস , ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

প্রখ্যাত যন্ত্রী ম্যাক্স ভেন্ডারভস্ট এর প্রোফাইল দেখতে নিচের লিংকে ক্লিক করতে পারেন:

https://g.co/kgs/4YwXQg