ঢাবি চারুকলা অনুষদে ‘জলকেলি’-শীর্ষক দ্বিতীয় যৌথ জলরং চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

ঢাবি চারুকলা অনুষদে ‘জলকেলি’-শীর্ষক দ্বিতীয় যৌথ জলরং চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

  • Uncategorized
  • Comments Off on ঢাবি চারুকলা অনুষদে ‘জলকেলি’-শীর্ষক দ্বিতীয় যৌথ জলরং চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে দ্বিতীয় যৌথ জলরং-এর দলগত চিত্রকর্ম প্রদর্শনী ‘জলকেলি’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ ২৩ অক্টোবর ২০১৭ সোমবার দুপুরে অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। অনুষ্ঠানে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের সাথে সাথে যে প্রদর্শনীর আয়োজন করেছে তা ধন্যবাদের দাবীদার। জলরঙে কাজ করার জন্য একইসাথে মেধা ও দক্ষতা খুব জরুরী। জলরং নিয়ে কাজ করতে যতœ ও মনোযোগ দরকার তাই অংশগ্রহনকারী শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানাই। উপাচার্য আরও বলেন, স্নাতকোত্তর শেষ করে যে ৫জন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের সর্বাঙ্গিক সাফল্য কামনা করি।

উদ্বোধনের পর অংশগ্রহনকারী শিল্পী ও অতিথিদের নিয়ে উপাচার্য প্রদর্শনী ঘুরে দেখেন ।
‘জলকেলি’ প্রদর্শনীতে জয়নুল গ্যালারীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ৫জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন- সুমন কুমার সরকার, শাইক ফায়জুর রহমান, সৈকত হোসেন, অজয় সান্যাল ও শিপ্রা বিশ্বাস।  প্রদর্শনীতে জলরং-এর ৩৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।