অধ্যাপক মু. আবুল হাশেম খান এবং অধ্যাপক রফিকুন নবীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর এমেরিটাস হিসেবে নিয়োগ প্রদান করায় চারুকলা অনুষদের সংবর্ধনা
চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মু. আবুল হাশেম খান এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মো. রফিকুন নবীকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর এমেরিটাস হিসেবে নিয়োগ দেয়ায় ০৭ আগস্ট ২০২৩ সোমবার বিকেল ৪.৩০টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষদের পক্ষ থেকে অধ্যাপকদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।