বিজ্ঞপ্তি
অত্র অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৭ সনের ৪র্থ বর্ষ বি.এফ.এ সম্মান পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এম.এফ.এ ১ম পর্ব ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ০৮ থেকে ১৮ নভেম্বর ২০১৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ছাত্র-ছাত্রীদের সদ্যতোলা ২ কপি পাসর্পোট সাইজ রঙিন ছবি, অভিভাবকের আয়ের সনদ, এস.এস.সি পরীক্ষার নম্বরপত্র দুই কপি, এইচ.এস.সি পরীক্ষার নম্বর পত্র দুই কপি, বি.এফ.এ ৪র্থ বর্ষ সম্মান পরীক্ষার নম্বর পত্রের তিন কপি এবং ব্যাংক রশিদের তিন কপি সত্যায়িত অনুলিপি অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অফিস কক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
চেয়ারম্যান
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ
চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্মারক নং: তারিখ:
অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ :
১। ডিন অফিস, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২। নোটিশ বোর্ড, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩। লাইব্রেরী, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চেয়ারম্যান
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ
চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।