জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত

জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত

জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত

: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নানা  আয়োজনে পালিত হলো। উৎসবের মূল আকর্ষণ ছিলো ৩দিনব্যাপী জয়নুল মেলা, জয়নুল সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং দিনব্যাপী শিল্পীদের পুর্নমিলনী সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়নুল স্মারক বক্তৃতা বিশেষ সেমিনার।

২৯ ডিসেম্বর সকাল .৩০টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জয়নুল অনুরাগীগণ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার মধ্যে দিয়ে এই উৎসবের শুরু হয়। সকাল ১০টায় বকুল তলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য . এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে দুজন বরেণ্য শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয় এবং চারুকলার বার্ষিক প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য একজন ছাত্রকে জয়নুল পদক দেওয়া হয়। সকাল ১১টায় বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় জয়নুল মেলা লোকশিল্প মেলা।  এছাড়া ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয় জয়নুল স্মারক বক্তৃতা। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কলাতাত্ত্বি অধ্যাপক আবুল মনসুর এবং অপরাহ্ন .৩০ শুরু হয় চারুকলা ৭৫ বছর পূর্তির বিশেষ সেমিনার। দূর্জয় ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সেমিনাররে মূল প্রবন্ধ পড়েন শিল্প গবেষক সম্পূর্ণা চক্রবর্তী। আলোচনা করেন অধ্যাপক . সৈয়দ আজিজুল হক। 

ভিডিও দেখতে: https://youtu.be/pfrSGaBA8w8