জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে পালিত হলো। উৎসবের মূল আকর্ষণ ছিলো ৩দিনব্যাপী জয়নুল মেলা, জয়নুল সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং দিনব্যাপী শিল্পীদের পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়নুল স্মারক বক্তৃতা ও বিশেষ সেমিনার।
২৯ ডিসেম্বর সকাল ৯.৩০টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জয়নুল অনুরাগীগণ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার মধ্যে দিয়ে এই উৎসবের শুরু হয়। সকাল ১০টায় বকুল তলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে দুজন বরেণ্য শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয় এবং চারুকলার বার্ষিক প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য একজন ছাত্রকে জয়নুল পদক দেওয়া হয়। সকাল ১১টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় জয়নুল মেলা ও লোকশিল্প মেলা। এছাড়া ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয় জয়নুল স্মারক বক্তৃতা। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কলাতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর এবং অপরাহ্ন ২.৩০ এ শুরু হয় চারুকলা ৭৫ বছর পূর্তির বিশেষ সেমিনার। দূর্জয় ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সেমিনাররে মূল প্রবন্ধ পড়েন শিল্প গবেষক সম্পূর্ণা চক্রবর্তী। আলোচনা করেন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
।
ভিডিও দেখতে: https://youtu.be/pfrSGaBA8w8