চারুকলার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
:চারুকলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক আবুল বারক আলভী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন চারুকলার সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
অনুষদের জয়নুল গ্যালারিতে শিক্ষকবৃন্দের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীসহ বিভাগের ভবনসমূহে আটটি বিভাগের প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
ভিডিও: https://www.youtube.com/watch?v=b6WBloLhZII