জয়নুল গ্যালারিতে CONCEPTUAL EXERCISE & EXECUTION: 2D TO 3D PAINTING শীর্ষক প্রদর্শনী চলছে
২০ জুলাই ২০২২ বুধবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে CONCEPTUAL EXERCISE & EXECUTION: 2D TO 3D PAINTING শীর্ষক প্রদর্শনী। প্রদর্শর্নীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়াও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ওয়াশবার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আজিজ শরাফী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক শেখ আফজাল হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। আগামী ২৬ জুলাই ২০২২ পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।