শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন

  • Uncategorized
  • Comments Off on শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাদেশের আধুনিক শিল্পকলা ও ছাপচিত্রের অঙ্গনে পরম শ্রদ্ধাভাজন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী  উদযাপন উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়েছে। সকাল ১১টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে শিল্পগুরুর শিল্প সাধনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও “পরম্পরায় ছাপচিত্র” শীর্ষক প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধন করেন বরেন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ২৪ জুন শুক্রবার অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান ও অন্যান্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হবে।